স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে নতুন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে
দেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২৬ জুলাই) রাতে ‘স্টার্টআপ ল্যান্ডস্ক্যাপ ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া : টেক স্টার্টআপস ট্রান্সফর্মিং দ্যা ফিউচার’ শীর্ষক ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন প্রচেষ্টাই হচ্ছে নতুন উদ্ভাবনের মূলভিত্তি। এ কারণে সরকার স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে এবং এর উন্নয়ন ও বিকাশে আইডিয়া প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠাসহ নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ উদ্ভাবকদের মেন্টরিং, কোচিং, হাইটেক পার্কগুলোতে কোস্পেস, সিডমানি দেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, গত চার বছরে ফিনটেক, লজিস্টিক এবং ডিজিটাল ই-কমার্সসহ স্টার্টআপ সেক্টরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে। আইসিটি বিভাগের উদ্যোগে দেশে ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, ১৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শেখ হাসিনার ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে এবং এ খাতের উন্নয়নের ও বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উভয় দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আগামী ছয় মাসের মধ্যে রাইজ আপ প্লাটফর্মটি ভারত এবং বাংলাদেশ থেকে পরামর্শদাতা, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একত্রিত করবে। এই প্লাটফর্মটি কার্যকর পারস্পরিক শিক্ষণের সুযোগ সৃষ্টি করবে, যা উভয় দেশের মেধাবী উদ্যোক্তাদের উপকৃত করবে।
ভারতের হাইকমিশনার গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ৫০ জন বাংলাদেশি উদ্যোক্তাকে ভারত পরিদর্শন করার জন্য এবং ভারতের স্টার্টআপ ও উদ্ভাবনী বাস্তুতন্ত্রের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টি তুলে ধরেন।
একে/এসএসএইচ