চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী রুবেল অস্ত্রসহ গ্রেফতার
চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
সোমবার (২৬ জুলাই) বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় পালকী কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ১৯ জুলাই কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় ছিনতাইয়ের পর থেকে রুবেল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাই করা ৮ আনা ওজনের স্বর্ণের চেইনের ৫ আনা উদ্ধার করা হয়।
এর আগে ছিনতাই করা এসব স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধরকে (৩৭) বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তার পলাতক সহযোগী জামাল ওরফে বুস্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।
আসামি রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।
কেএম/এসএসএইচ