চট্টগ্রামের পটিয়ার বাদামতলা এলাকা থেকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি কিশোর গ্যাং নেতা শাহাদাত হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৬ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ১০ জুলাই পটিয়ার ছনহরা ইউনিয়নের গোয়াতলি গ্রামে কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন এক তরুণীকে ধর্ষণের পর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে নির্যাতিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পটিয়া থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদমতলা এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে। তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এসকেডি