দেশের স্থানীয় সরকার বিভাগে আরও তিনটি নতুন উপজেলা যুক্ত হচ্ছে। মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় হবে এই তিন উপজেলা। কক্সবাজারের ঈদগাঁও, সুনামগঞ্জের মধ্যনগর এবং মাদারীপুরের ডাসার থানাকে উপজেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। 

সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে নিকার সভা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘উপজেলা হতে হলে যেসব শর্ত রয়েছে তার সবগুলো পুরোপুরি পূরণ করে না এই থানা তিনটি। কিন্তু তিনটিই দুর্গম এলাকা। এজন্য নিকার এগুলোকে উপজেলা করতে সম্মত হয়েছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যাতে প্রস্তাব না আনা হয়।’

সচিব বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুব অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন দিয়েছে।’

সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা করার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটাও ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে, যা হাওরের মধ্যে অবস্থিত। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও দুর্গম এলাকা।’

এই তিনটিসহ দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি। এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নিকারের সভায় সিদ্ধান্ত হয়েছে, এরপর আর শর্ত পূরণ না হলে উপজেলা করা হবে না।’

আজকের সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, এলাকার লোকজনের দাবির প্রেক্ষিতে এ উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে।  

সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ দিয়ে কাছাকাছি ইউনিয়ন পরিষদে সংযুক্ত করা হয়েছে এবং শহরের সুবিধা আছে এমন কিছু এলাকাকে পৌরসভায় সংযুক্ত করা হয়েছে।

এসএইচআর/এইচকে/জেএস