ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার গ্রহণ করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দফতর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমগুলো গত ২১ জুলাই হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ও ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা উপহার হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ব্রুনাইয়ের রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।

এনআই/এসএসএইচ/জেএস