ব্রুনাইয়ের সুলতানের জন্য ১ হাজার কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী
শুভেচ্ছা উপহার হিসেবে ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসান আল-বলকিয়াহ মু’ইযুদ্দিন ওয়াদ দৌলাহর জন্য এক হাজার কেজি হাড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ব্রুনাইয়ের সুলতানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আম শনিবার (২৪ জুলাই) ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন। উপহার দেওয়া আম সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।
শুভেচ্ছা উপহার হিসেবে বঙ্গবন্ধু কন্যা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে হাড়িভাঙা আম পাঠাচ্ছেন। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।
এনআই/এসকেডি