তাপসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন- মাে. জাকারিয়া ও মাে. একরামুল হক রাজু।
বিজ্ঞাপন
সোমবার(১১ জানুয়ারি) রংপুর ও গাজীপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গােয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম। এ সময় তাদের হেফাজত থেকে একটি স্মার্টফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বরের সিম উদ্ধার করা হয়।
গােয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন লােকজনকে চাকরি দেওয়ার প্রলােভন দেখিয়ে টাকা দাবি করতেন তারা। টাকা সংগ্রহ করার জন্য গ্রেফতার একরামুলের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহারের প্রমাণ মিলেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফেসবুক হ্যাক ও প্রতারণার অভিযোগে মোট তিনজনকে গ্রেফতারের ঘটনায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মেয়রের ব্যক্তিগত সহকারী নাছিরুল হাসান সজীব। এ মামলার তদন্ত করতে গিয়ে রংপুর ও গাজীপুর জেলা থেকে সোমবার দুই প্রতারককে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার জাকারিয়া মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। তার প্রলোভনের ফাঁদে পা দেওয়া মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। টাকা সংগ্রহের জন্য কাজ করতেন একরামুল হক। তার নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহার করা হতো।
তিনি আরও বলেন, গ্রেফতাররা উচ্চ শিক্ষিত না হলেও প্রতারণার কাজে খুব অভিজ্ঞতাসম্পন্ন। তাদের মধ্যে একজন এইচএসসি পাস, আরেকজন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছেন।
অন্যদিকে পৃথক অভিযানে বিখ্যাত, পরিচিত ও আইডল ব্যক্তির ফেসবুক আইডি খুলে রিকোয়েস্ট দিয়ে ফিশিং গেমের লিংক পাঠিয়ে ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গােয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।
এ সময় তার কাছ থেকে একটি কম্পিউটার, বিকাশে টাকা সংগ্রহ ও হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও বিভিন্ন অপারেটরের সাতটি সিম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেফতার সাইফুল লোভনীয় অফার সম্বলিত ফিশিং লিংক তৈরি করে টার্গেট ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে (বিশেষ করে নারীদের) পাঠাতেন। লিংকে ক্লিক করলে টার্গেট ফেসবুক আইডিটি প্রতারক সাইফুলের নিয়ন্ত্রণে চলে যেত। এরপর হ্যাক করা আইডির বন্ধুদের ম্যাসেঞ্জারে নক করে তাদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা ধার চাইতেন।
তিনি বলেন, টাকা ধার চেয়ে সাইফুল তার বিকাশ নম্বর দিতেন। এভাবে অসংখ্য মানুষের ফেসবুক আইডি হ্যাক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
জেইউ/এইচকে