সংগৃহীত ছবি

মাইক্রোবাসে ইয়াবা পরিবহন ও খুচরা বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন, মো. আলী হোসেন ওরফে রনি (৩১) ও মো. আবুল কাশেম (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে ওই ইয়াবাগুলো পাওয়া যায়। তারা ওই গাড়িটি মাদক পরিবহনের পাশাপাশি খুচরায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগে আরও কোনো মাদক সংক্রান্ত অভিযোগ ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তাররা প্রত্যেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে অভিযুক্ত।

অভিযান পরিচালনার সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ১শ ১২ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ৩৬ কেজি ৩৭৭ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এমএইচএস