ঈদুল আজহা উপলক্ষে উপকূলীয় অঞ্চলে গরিব-দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (২১ জুলাই) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের পর বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ কোস্টগার্ডের (পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও ঢাকা জোন) বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট কর্তৃক উপকূলীয় অঞ্চলের গরিব-দুস্থদের মাঝে বিতরণের জন্য ২১টি গরু কোরবানি দেওয়া হয়।

বুধবার (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়ে আসছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চলের গরিব-দুস্থদের মাঝে বিতরণের জন্য ২১টি গরু কোরবানি দেওয়া হয়।

এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত উপকূলীয় অঞ্চলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে।

জেইউ/এসকেডি