ঈদের নামাজে অংশ নিয়েছেন মুসল্লিরা

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ।

এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল ৬টা থেকে জায়নামাজ হাতে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করেন মুসল্লিরা। মুসল্লিদের অনেকেই ফাঁকা ফাঁকা হয়ে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে দেখা গেলেও অনেককে আবার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতেও দেখা যায়। তবে মসজিদে প্রবেশ করা প্রায় সবার মুখেই মাস্ক ছিল। এছাড়া মসজিদ এলাকায় এবং প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল।

লালদীঘি শাহী জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। একই সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে। এর বাইরে নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদ জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে আল্লাহর কাছে সাহায্য চান মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন। পশু কোরবানির জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ৪১টি ওয়ার্ডে ৩০৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে। এরপরও নগরবাসীকে নিজ বাসার সামনে, অলিগলিতে ও রাস্তায় পশু কোরবানি করতে দেখা গেছে। 

কেএম/জেডএস