ঢাকার ট্রাফিক পুলিশের দায়িত্ব পেলেন মুনিবুর রহমান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।
সোমবার (১১ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের চাকরিজীবনে মুনিবুর রহমান মাগুরার পুলিশ সুপার (এসপি), এপিবিএন-২’র অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেন। ২০১৭ সালে তিনি এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
একই আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মঈনুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লজিস্টিকস হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও সোমবার পৃথক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাদের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর ও প্রশাসন বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আইসিটি বিভাগে পাঠানো হয়েছে।
এআর/এইচকে