পিকআপে বগুড়া ৪০০
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। যে যেভাবে পারছেন গন্তব্যে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। যাদের সুযোগ ও সামর্থ্য আছে তারা বাসে যাচ্ছেন। আর যাদের একেবারেই উপায় নেই তারা পিকআপ, ট্রাকেই যাচ্ছেন বাড়ি।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে আমিন বাজার সেতুতে দাঁড়িয়ে দেখা যায়, সেতুর মুখে একটি হলুদ পিকআপ দাঁড়িয়ে আছে। দুই জন ডাকাডাকি করছেন 'বগুড়া ৪০০, বগুড়া ৪০০'। অর্থাৎ এই পিকআপের গন্তব্য বগুড়া। যারা এই পিকআপে করে বাড়ি যেতে চান তাদের প্রত্যেককেই গুনতে হবে ৪০০ টাকা করে। এরইমধ্যে দরদাম মিটিয়ে অনেকে উঠেও পড়েছেন। আবার অনেকে আরেকটু কমানোর আশায় দরদাম করছেন। অবশেষে ২০ মিনিটের মধ্যে ১৬ যাত্রী নিয়ে রওনা হয় পিকআপটি।
বিজ্ঞাপন
যাত্রীদের একজন শামীম বলেন, ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করি। ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি। বাসে অনেক টাকা ভাড়া চায়। এই পিকআপে সাড়ে ৩০০ টাকায় বগুড়া যাচ্ছি।
পিকআপ চালক সাগর ঢাকা পোস্টকে বলেন, ৩টি গরু নিয়ে বগুড়া থেকে গাবতলী এসেছিলাম। ফিরতি পথে খালি যেতে হবে। তাই যে কয়েকজন পাচ্ছি তাদের নিয়ে যাচ্ছি।
শুধু বগুড়া নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা ট্রাক, পিকআপ ফেরার পথে যাত্রী পরিবহন করছে।
এমএইচএন/জেডএস