রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে নির্দ্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে গেছে। মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন রুটে ১৫টি ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

ঈদযাত্রার কারণে সড়ক পথে যানজট থাকায় ঘরমুখো মানুষ ট্রেনকে বেছে নিচ্ছেন। যে কারণে কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে ট্রেনের টিকিটের জন্য কাউন্টারে ভিড় করলেও আন্তঃনগরের টিকিট নেই। তবে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। যার মধ্যে অনেকগুলোর টিকিট এরইমধ্যে শেষ হয়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদা বেশি থাকায় বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, কর্ণফুলী কমিউটার, রাজশাহী কমিউটার, জামালপুর কমিউটার ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে।

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার ঢাকা পোস্টকে বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করছি। কমিউটার ট্রেনগুলোর টিকিটও শেষ হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করতে গেলে নির্দিষ্ট সংখ্যক টিকিট বিক্রি করতে হয়। এ কারণে অনেকে টিকিটের জন্য বারবার আমাদের কাছে এলেও দিতে পারছি না।

পিএসডি/জেডএস