আফতাব নগরে কমেছে গরুর দাম, রাতেও বিক্রির ধুম
ঈদের বাকি আর মাত্র এক দিন। ফলে সোমবার (১৯ জুলাই) রাজধানীর আফতাব নগর পশুর হাটে গরু প্রতি ১০ হাজার থেকে ১ লাখ টাকা দাম কমেছে। এ খবর শুনে বিকেলে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিকেল গড়িয়ে রাতেও দেখা গেছে গরু কেনা-বেচার ধুম।
ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবার গরু অনেক বেশি। তাই বেশি লাভের চিন্তা না করে ছেড়ে দিচ্ছেন। শনিবার ও রোববার যে গরু ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন আজ সেই গরু ৫০-৫৫ হাজার টাকায় বিক্রি করছেন। কারণ ক্রেতা নেই। আজ যারা এসেছেন তারা এর চেয়ে বেশি দাম বলছেন না।
বিজ্ঞাপন
ক্রেতারা বলছেন, গরুর দাম একটু কম শুনে আজ কিনতে এসেছেন। গত দুই-তিনদিনের তুলনায় আজ দাম কম। তাই কিনে বাসায় নিচ্ছেন। তবে বাজার একেবারে সস্তা না বলে জানান তারা।
নাটোর থেকে ১৭টি টাকা গরু নিয়ে আসা ব্যবসায়ী জয়নাল ঢাকা পোস্টকে বলেন, চারটি বিক্রি করেছি। এখনও তেরটি গরু রয়েছে। এগুলোর কেনা দামও বলছে না।
তিনি বলেন, ২ লাখ টাকার গরু ১ লাখ ৩০ হাজার টাকা দাম বলছে। দুপুরে এক লাখ ৪০ হাজার টাকা বলেছিল, এখন এর ধারে কাছেও কেউ আসছে না। কী করে বিক্রি করি বলেন?
ফরিদপুরের ব্যবসায়ী মজুমদার ঢাকা পোস্টকে বলেন, ৭ মণ ওজনের গরু আজ দাম বলছে মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা। অথচ শনিবার এই গরুটি দাম করেছি ২ লাখ ১০ হাজার টাকা। আমাদের ইচ্ছা ছিল ২ লাখ ২০ হাজার টাকা বিক্রি করার। এখন অর্ধেক কমেছে।
আফতাব নগরের বাসিন্দা মেনন মাহবুব ঢাকা পোস্টকে বলেন, গরুর দাম আজ কমেছে। ২ লাখ টাকার গরু আজ ১ লাখ ৬০ হাজার, দেড় লাখ টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা গরু ছেড়েও দিচ্ছে।
কুষ্টিয়ার ব্যবসায়ী রমজান আলী ঢাকা পোস্টকে বলেন, ক্রেতা চেয়ে গরু আমদানি বেশি। সঙ্গে আছে বৃষ্টি। এদিকে ঈদের বাকি মাত্র একদিন। সব মিলে ছেড়ে দেওয়া ছাড়া কিছু করার নেই।
ছয় মণ ওজনের লাল রঙের একটি গরু এক লাখ ৩০ হাজার টাকায় কিনেছেন মশিউর রহমান। তিনি বলেন, গরু একুট সস্তা পেয়েছি তাই কিনেছি। গত দুইদিন হাটে ঘুরছি কিন্তু দামে মিলাতে পারি নাই।
তিনি বলেন, আজ এক লাখ কিংবা এক লাখ ২০ হাজার টাকার গরু বিক্রি হচ্ছে ৭০-৮০ হাজার টাকায়। আমি দুই বন্ধুকে আরও দুটি গরু কিনে দিয়েছি।
এমআই/এইচকে