মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান দুই উৎসবের একটি ঈদুল আজহার বাকি আর মাত্র এক দিন। এই উৎসবটি ত্যাগের, যা প্রিয় বস্তু কোরবানির মাধ্যমে পালন করা হয়। আর তাই কোরবানির উদ্দেশ্যে পশু কিনে দলে দলে হাট থেকে ফিরছে নগরবাসী।

সোমবার (১৯ জুলাই) রাজধানীর গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায়, দুপুরের পর থেকে ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে প্রচুর মানুষের আগমন ঘটতে থাকে। বিকেল ৫টার পর থেকে শুরু হয় পশু কিনে ঘরে ফেরা মানুষের ছুট। যা সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। একটি পশু কিনতে অন্তত ৩/৪ জন মানুষ এসেছেন হাটে। ফিরে যাওয়ার সময় দলবেঁধে পশু নিয়ে ফিরছে তারা। যাওয়ার সময় অনবরত ক্রেতা-বিক্রেতা উভয়কেই শুনতে হচ্ছে, ‘ভাই, কত নিলো বা গরুর দাম কত?’ 

মোহাম্মদপুর থেকে গাবতলী হাটে গরু কিনতে আসা হাজী রহমত ঢাকা পোস্টকে বলেন, আজ গরুর দাম একটু সস্তাই মনে হচ্ছে। আমি ২টা গরু কিনেছি ৫ লাখ টাকায়। আজ হাটে মানুষও বেশি। মোটামুটি সবাই গরু কিনতে পারছে। 

মিরপুর থেকে আসা রহমত আলী বলেন, ২ দিন হাটে ঘুরে আজ দেড় লাখ টাকায় গরু কিনেছি। দামের চাঙ্গা ভাবটা আজ নেই। গরু কিনে সন্তুষ্ট। আজ অনেক মানুষ গরু কিনেছে। হাসিল ঘরের সামনেই ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। 

এদিকে হাটের প্রতিটি হাসিল ঘরের সামনে ব্যাপক ভিড় দেখা গেছে। হাসিল করার জন্য শত শত মানুষকে কেনা পশু নিয়ে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখা গেছে। 

এমএইচএন/এইচকে