স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় গাবতলী পশুর হাটে ১০ লাখ টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও ইজারার শর্ত ভঙ্গ করায় গাবতলী পশুর হাটে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১৯ জুলাই) গাবতলী পশুর হাটের সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শনের সময় তিনি একথা জানান।
বিজ্ঞাপন
ডিএনসিসি মেয়রের পরিদর্শনের সময় গাবতলী পশুর হাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক চিত্র পাওয়া যায়। এ সময় মেয়রের নির্দেশনায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় ১টি স্থায়ী ও ৮টি অস্থায়ীসহ মোট ৯টি পশুর হাট পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি পশুর হাটেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, প্রতিটি হাটেই পর্যাপ্ত সংখ্যক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও সরবরাহ করা হয়েছে। পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সঠিকভাবে ব্যবহার করতে হবে। বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভূক্ত পশুর হাটগুলোতে এবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আতিকুল ইসলাম বলেন, ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করার জন্য ১১ হাজার কর্মী মাঠে থাকবে।
এএসএস/জেডএস