আরব দেশের কথা ভেবে বাংলাদেশি মুসলমানদের অনেকেরই ঈদুল আজহায় উট-দুম্বা কোরবানি দেওয়ার ইচ্ছা হয়, অনেকে দেনও। আর তাইতো রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে প্রতি বছরই উট-দুম্বার দেখা মেলে। এবারও ব্যতিক্রম হয়নি।

রোববার (১৮ জুলাই) রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে দেখা গেছে, একজন বিক্রেতা মরুভূমির জাহাজখ্যাত উট নিয়ে এসেছেন। এ হাটে গত শুক্রবার এসব উট নিয়ে আসা হয়েছে। 

উটের মালিক আমজাদ হোসেন জানান, মানিকগঞ্জের সিংগাইর থেকে এগুলো আনা হয়েছে। এখানে আনার পর থেকে হাটের সবাই এক ঝলক হলেও দেখতে আসেন। দাম জানতে চান, দাম জেনে চলেও যান। এভাবেই দুদিন ধরে চলছে। 

তিনি বলেন, উট কেনার মতো ক্রেতা দেখছি না। উটের দাম প্রথম থেকেই চাচ্ছি ২৫ লাখ টাকা। অনেকে ১২ থেকে ১৫ লাখ টাকা দাম করেন। তারা সিরিয়াস ক্রেতা হলেও আর এগোতে চান না। ২২ লাখ টাকা হলে ছেড়ে দেব।

তিনি বলেন, শুধু উট নয়, সঙ্গে কয়েকটি দুম্বাও এনেছি। আকারভেদে এসব দুম্বার দাম সাড়ে তিন থেকে সাত লাখ টাকার মধ্যে। আসলে এগুলো আমাদের দেশে খুব একটা বিক্রি হয় না। অনেকে শখ করে কোরবানি দেন। তবে শখের মানুষেরই দেখা মিলছে না। তাই এগুলো বিক্রিও হচ্ছে না। এ কথা বলে হেসে দেন আমজাদ হোসেন। দুদিনের মধ্যে উট-দুম্বা বিক্রি হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এমএইচএন/আরএইচ