সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিজানুর রহমান খানের ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর  ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ সোমবার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

মসিউর রহমান খান জানান, রাতে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে মিজানুর রহমান খানের মরদেহ রাখা হবে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার কর্মস্থল দৈনিক প্রথম আলো কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম আলো কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে রাজধানীতে দাফন করা হবে।

সাংবাদিক মিজানুর রহমান খান ১৯৬৭ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন।

জাতি শ্রেষ্ঠ সন্তান হারালো

মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, মিজানুর রহমান খানের মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তান হারালো।

এক শোকবার্তায় তিনি মিজানুর রহমান খানের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডিএসসিসি মেয়রের শোক

সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শোকবার্তায় তাপস বলেন, বিশ্লেষণধর্মী লেখনির মাধ্যমে তিনি মননশীলতার যে ছাপ রেখেছেন, তা নিঃসন্দেহে অবিস্মরণীয়। তিনি আজীবন সাংবাদিকতার উৎকর্ষতা সৃষ্টিতে সরব থেকেছেন।

ইআরএফ’র শোক

মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। এক বিবৃতিতে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

এইউএ/এএসএস/এএই্চআর/এসএম/জেডএস