প্রণোদনার দাবিতে রোববার শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
সরকারের সদ্য ঘোষিত প্রণোদনা প্যাকেজে হোটেল শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। রোববার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৭ জুলাই) ফেডারেশনটির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, গত ১৩ জুলাই প্রধানমন্ত্রী ৭০০ কোটি টাকা অনুদান ও ২৫০০ কোটি টাকা প্রণোদনা ঋণের ঘোষণা করেন। এই তালিকায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অপ্রাতিষ্ঠানিক খাতের হোটেল শ্রমিকদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করছি।
ফেডারেশনের নেতারা বলেন, ঈদ অতি আসন্ন হলেও মালিকরা এখনো হোটেল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করেননি। ফলে শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে উদযাপন অনিশ্চিত হয়ে পড়ছে। মালিকরা শ্রমিকদের বেতন বোনাস নিয়ে টালবাহানা করছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত অনুদান ও প্রণোদনা প্যাকেজে হোটেল শ্রমিকদের অন্তর্ভুক্ত না করায় হোটেল শ্রমিকরা চরমভাবে হতাশ।
সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, করোনার শুরুতে যখন হোটেল বন্ধ হয়ে যায়, তখন থেকে শ্রমিকরা চরম দুর্ভোগের মধ্যে নিপতিত। এ বিষয়ে শ্রমিক ও শিল্প রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সারাদেশে সরকারে বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়। চলতি বছরও শ্রমিকদের দুঃখ-দুর্দশা উল্লেখ করে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দেওয়া হয়। এমনকি জাতীয় ফেডারেশনের মাধ্যমে দুইবার সরকার ঘোষিত অনুদানের জন্য করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অতি সংক্ষিপ্ত তালিকা সরকারের কাছে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত একজন হোটেল শ্রমিকও নগদ অনুদান পাননি।
বিক্ষোভ সমাবেশের কথা জানিয়ে নেতারা বলেন, সরকারের সদ্য ঘোষিত অনুদান ও প্রণোদনা প্যাকেজে হোটেল শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবিতে আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং পুনরায় শ্রম প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণ করছি।
এমএইচএন/এমএইচএস