করোনা সংক্রমণ রোধে বিশেষজ্ঞরা কমপক্ষে তিন ফুট দূরত্ব ও মুখে মাস্ক পরার কথা বললেও রাজধানীর গাবতলী পশুর হাটের চিত্র ঠিক এর উল্টো। এই পশুর হাটে নেই কোনো সামাজিক দূরত্ব। বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে গাবতলি পশুর হাট ঘুরে দেখা যায়, পশুর হাটে মানুষের ব্যাপক ভিড়। হাটে প্রবেশের শুরুতে কেউ কেউ সামাজিক দূরত্ব মানার চেষ্টা করলেও ভেতরে যাওয়ার পর কোনভাবেই ধরে রাখা সম্ভব হচ্ছে না। কারো না কারোর সঙ্গে ধাক্কা লাগছেই। দূরত্ব মানার কোনো বালাই নেই। এছাড়া অনেকের মুখে মাস্কও নেই। আবার হাটের মধ্যেই ধূমপান করছেন অনেকে।

দূরত্ব মানার বিষয়ে জানতে চাইলে শেওড়াপাড়া থেকে আসা দীন ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘শুধু আমি চেষ্টা করলে তো হবে না। সবাইকেই চেষ্টা করতে হবে। আর হাটে কেউ না কেউ সেটি লঙ্ঘন করবেই। তাই, এখানে দূরত্ব মানা কোনোভাবেই সম্ভব হবে না। অনেকে তো মাস্কও পরছেন না। হাটে সবাইকে রিস্ক নিয়েই চলাফেরা করতে হবে।’

এবার রাজধানীতে পশুর হাটের জন্য ৪৬টি নির্দেশনা দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। নির্দেশনা না মানলে হাটের ইজারা বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু হাট ঘুরে দেখা গেছে, এসব নির্দেশনা মানা হচ্ছে না। 

নির্দেশনায় বলা আছে, ১৭ তারিখের আগে হাট বসানো যাবে না। কিন্তু প্রায় তিন/চার দিন থেকেই হাটে পশু বিক্রি শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার বিষয়টি উল্লেখ ছিল। কিন্তু সেটিও মানা হচ্ছে না।

এমএইচএন/ওএফ