রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (১৬ জুলাই) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান। 

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ জুলাই আহসান হাবীব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন।

এমএসি/এইচকে