দু’সপ্তাহের লকডাউনে রাজধানীতে গ্রেফতার ৯ হাজার
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে বিধি-নিষেধ লঙ্ঘন করায় রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৯ হাজার ২ জন।
এই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার করা হয় ২ হাজার ৯শ ৯৯ জনকে। তাদের জরিমানা করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা।
বিজ্ঞাপন
আর যান চলাচলের বিধি-নিষেধ অমান্য করায় ট্রাফিক বিভাগ কর্তৃক মোট মামলা হয় ৮ হাজার ১৩৯টি। ট্রাফিক বিভাগ এসব মামলায় জরিমানা করে ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০ টাকা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
চলমান কঠোর লকডাউনের সরকারের বিধিনিষেধ লঙ্ঘন করায় সর্বশেষ আজ বুধবার (১৪ জুলাই) গ্রেফতার হয়েছে ৪৬২ জন। মোবাইল কোর্টে ১০৫ জনকে জরিমানা করা হয় ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা। আর ৭৪৪টি গাড়িকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেইউ/এনএফ