পুরান ঢাকা এলাকায় মাঝারি যানজট
রাজধানী পুরান ঢাকার নয়াবাজার, তাঁতিবাজার, রায়েসহেব বাজার ও সদরঘাট (জংশন রোড) এলাকার আশপাশের সড়কে মাঝারি ধরনের যানজট রয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকার নিম্ন আদালত, গুলিস্তান বাস টার্মিনালসহ গুরুতপূর্ণ অনেকগুলো পয়েন্ট এ এলাকা থাকায় এখানে মানুষের আনাগোনা বেশি, ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সরেজমিন ঘুরে এ যানজট দেখা গেছে।
বিজ্ঞাপন
সকাল ৯টার পর থেকেই নয়াবাজার, তাঁতিবাজার, রায়েসহেব বাজার ও সদরঘাট এলাকার সড়কগুলোতে মাঝারি ধরনের যানজট সৃষ্টি হয়। মূলত ট্রাফিক সিগন্যালের কারণেই গাড়িগুলো জমাট হচ্ছে। তাই বেশিক্ষণ আটকে থাকতে হচ্ছে না।
ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে গুলিস্তানের দিকে আসতে মাঝারি ধরনের যানজট রয়েছে। সদরঘাট থেকে গুলিস্তানের দিকে যেতেও একই রকম লক্ষ্যে করা যাচ্ছে। তবে যাত্রবাড়ীর দিক থেকে সদরঘাট ভালোই যানজটের দুর্ভোগ পোহাতে হবে।
যাত্রাবাড়ী এলাকা থেকে সদঘাটের দিকে আসা যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘আমি যাত্রাবাড়ি থেকে বাহাদুর শাহ মিনিবাসে করে কোর্টে হাজিরা দিতে যাচ্ছিলাম, কোর্টের সামনে নামব। তবে সিগন্যালের জ্যামের কারবে দুলাইখান মোড়ে নেমে যেতে হয়েছে। প্রতিদিন সকাল ৯টা ১০টা বা সাড়ে ১০টার মধ্যে এরকম ঘটনা ঘটে। ট্রাফিক সিগন্যালের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’
কেরানীগঞ্জ থেকে দিশারি পরিবহনের আসা মেহেদী হাছান ঢাকা পোস্টকে বলেন, ‘প্রতিদিন ৯টা থেকে ১১টা পর্যন্ত বাবুবাজার ব্রিজে জ্যাম লেগেই থাকে। ব্রিজের এই জ্যামটি নয়াবাজার ব্রিজের মাথা থেকে কেরানীগঞ্জের শেষ মাথায় পৌঁছে। যার কারণে ব্রিজের মাঝখানে থেকে নয়াবাজার পর্যন্ত আমার মতো অনেক যাত্রী হেঁটে গন্তব্যে পৌঁছান।’
তিনি আরও বলেন, ‘বাবুবাজার ব্রিজের এই জ্যাম নয়াবাজার, তাঁতিবাজারসহ বিভিন্ন আশপাশের এলাকায় জ্যাম সৃষ্টি করে।’
নয়াবাজার সিগন্যালের ট্রাফিক পুলিশের এক উপপরিদর্শক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘মূলত এটি ট্রাফিক সিগ্যানালের জ্যাম। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। সামান্য দুই চার মিনিট অপেক্ষা করতে হয়। যেহেতু আশপাশের এলাকায় নিম্নশ্রেণির লোকজন থেকে শুরু উচ্চশ্রেণির লোকজন থাকে সেক্ষেত্রে এখান থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় অফিস টাইমে কিছু জ্যাম সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘এ এলাকাটি হলো পুরান ঢাকার ব্যস্ততম এলাকা। এখানে ইসলামপুর, চকবাজার, মিটফোর্ড ও ওষুধ পাইকারি বাজার থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসা যাওয়া করে বিধায় সকাল থেকে এই জ্যামের সৃষ্টি হয়।’
এদিকে, সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর প্রগতি সরণিতেও ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে এ সড়কের একপাশে বিক্ষিপ্ত যানজট থাকলেও অপর পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
টিএইচ/এফআর