যাত্রীদের বরণ করতে নবরূপে সদরঘাট
ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের যাত্রীদের বরণ করে নিতে নবরূপে সেজেছে রাজধানীর সদরঘাট।
টার্মিনালের গ্যাংওয়ে, পন্টুনগুলো সংস্কার ও নতুন পন্টুন বসানো হয়েছে। সদরঘাটে বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে চাঁদপুরের লঞ্চ চলাচল শুরু হবে। আর বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে সবধরনের লঞ্চ চলবে।
বিজ্ঞাপন
বিধিনিষেধের মধ্যে সদরঘাট টার্মিনালের পন্টুন ও গ্যাংওয়েগুলো সংস্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া সদরঘাটের উন্নয়ন কার্যক্রমে অংশ হিসেবে কাজ করা হচ্ছে মুরিং বোলার্ড, ব্যাংক প্রটেকশন, স্টিল স্প্যাড, আরসিসি র্যাম্প নিয়ে। সদরঘাটের উন্নয়ন কাজের ৫৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, লালকুঠি ঘাট ও সদরঘাট টার্মিনালের পুরাতন পন্টুনগুলো সংস্কার করার পাশাপাশি নতুন পন্টুন বসানো হচ্ছে। বর্তমানে মোট ২৬টি পন্টুন রয়েছে। নতুন করে আটটি পন্টুন বসানো হয়েছে। বর্তমানে মোট গ্যাংওয়ে আছে ১৬টি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম বলেন, যাত্রী পাওয়া গেলে রাত ১২টা থেকে চাঁদপুরের লঞ্চ চলাচল করবে। যাত্রী না আসলে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল থেকে লঞ্চ চলাচল করবে।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ঢাকা নদী বন্দরের উন্নয়ন কার্যক্রমের একটা অংশ হচ্ছে পন্টুন ও গ্যাংওয়েগুলো আধুনিকায়ন করা। সদরঘাটে আগে ১৮টি পন্টুন ছিল এখন ২৬টি করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্যে পন্টুনগুলো প্লেট করা ও পরিসর বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক দূরত্ব মানার জন্যে লঞ্চে দাগ দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এমটি/ওএফ