আজ ঢাকার আকাশ মূলত মেঘলা থাকবে। মেঘের ফাঁকে ফাঁকে কখনও কখনও রোদও দেখা দেবে, আবার সঙ্গে থাকবে বৃষ্টির সম্ভাবনাও। 

আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে আবহাওয়ার এ পূর্বাভাস দেন।  

সারাদেশের আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, দেশের কোথাও কোথাও হালকা দাবদাহ দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু এলাকায় কমে আসতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং রাতের তাপমাত্রা প্রায় অপবর্তিত থাকতে পারে।

আগামী দুইদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর, বগুড়া ও সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ৫৩ মি.মি.।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর অন্ধ প্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব আসাম পর্ন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

একে/এনএফ