সাংবাদিক পরিচয়ে ইয়াবা বহন, যুবক আটক
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবা জব্দসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তির নাম হাবিবুল ইসলাম (২৯)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার উদ্দিন জালিয়া পাড়ার আব্দুল করিমের ছেলে। সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচার করছিলেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১০ জুলাই) বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, মাদক কারবারি একটি মোটরসাইকেলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামালে একজন পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে হাবিবুল ইসলামকে আটক করে। হাবিবুলের কাছে থাকা কলেজব্যাগ থেকে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তার মোটরসাইকেলটিও (কক্সবাজার-ল-১১-৪৬৭৬) জব্দ করা হয়।
নুরুল আবছার বলেন, হাবিবুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সাংবাদিক পরিচয়ে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। তিনি বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা বিক্রি করে আসছিলেন। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৮ হাজার টাকা। আটক হাবিবুলকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এইচকে