রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোনো শয্যা ফাঁকা নেই। সাধারণ ইউনিটেও সক্ষমতার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি। 

আজ শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতালের জরুরি বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের একেবারে সামনে অনেকেই করোনা পরীক্ষার জন্যে নমুনা দিচ্ছেন। জরুরি বিভাগের মূল ফটকের নিচে ভর্তি হওয়া করোনা রোগীর স্বজনেরা বিভিন্ন খাবার ও ফলমূল সরবরাহ করছেন। হাসপাতালের বামপাশের টেলিমেডিসিন সেবা দিচ্ছেন চিকিৎসকরা। মাঝেমধ্যে দু-একজন রোগী ভর্তি হতে আসছেন। 

জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ হাসপাতালে বর্তমানে শুধু করোনার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীর জন্য শয্যা রয়েছে ৩০০টি। এর বিপরীতে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৬ জন। আর আইসিইউ শয্যা সংখ্যা ১০টি। সবগুলোতেই রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৭ জন। এসময় হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন রোগী। হাসপাতালটিতে  বর্তমানে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ৪৩৯টি। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ৫৭টি। অক্সিজেন কনসেন্ট্রেটর ৩০টি। 

মায়ের জন্য বিভিন্ন ফলমূল নিয়ে অপেক্ষা করছেন মো. মবিন। তিনি ঢাকা পোস্টকে জানান, গতকাল তার মা করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের সাথে তার এক আত্মীয় রয়েছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। মোটামুটি ভালো আছেন মা। এছাড়া মায়ের তেমন কোন বড় সমস্যা নেই। হাসপাতালে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীরা আসছেন। রোগীর সংখ্যা বাড়ছেই। প্রতিদিনই ২-৪ জন করে মারা যাচ্ছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করা হয়। এছাড়া ছুটির দিন হওয়ায় প্রশাসনের অনেকেই অফিসে আসেননি বলে জানান কর্মচারীরা।

একে/এইচকে