পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ থেকে আম উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে আম রফতানির সম্ভাবনা দেখছেন তিনি।

বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর আমটা আমাদের ভালো হয়েছে। হাড়িভাঙা আম তো অত্যন্ত সুস্বাদু। তবে আমাদের ভালো আম সম্পর্কে অনেকের জ্ঞান সীমিত। তারা (বিদেশিরা) আমাদের আম নিয়ে যাক; তারা আমাদের আম কিনুক।’

ড. মোমেন বলেন, এ বছর আমাদের একটি ঐতিহাসিক বছর। আমরা আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উৎসব আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি। যে রাষ্ট্র-সরকার প্রধানরা এ উদযাপনে এসেছিলেন, আমরা তাদের আম পাঠিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তাদের আম পাঠিয়েছেন। আমাদের আনন্দের দিনে তাদের আম পাঠিয়েছি। 

তিনি বলেন, তাছাড়া ভারতের আশপাশের প্রদেশগুলোতেও আম পাঠানো হয়েছে। এটা ভালো একটা জিনিস, মানুষে মানুষে সম্পর্ক বাড়ে। আমরা অন্যান্য দেশেও দিয়েছি। মধ্যপ্রাচ্যেও আম পাঠিয়েছি, সবাই পছন্দ করেছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলেও জানান ড. মোমেন।

এনআই/আরএইচ