চাকরির নামে প্রতারণা: ১৫ ভুক্তভোগী উদ্ধার, গ্রেফতার ৪
ঢাকা জেলার আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় প্রতারকদের কাছ থেকে ১৫ জন চাকরীপ্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
শনিবার (৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ‘তানহা অ্যাসোসিয়েটস লিমিটেড’র অফিসে র্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- মো. সবুজ কাজী (৩৩), মো. শাওন মহলদার (২০), মো. মাহবুব আলম (৪৫) ও আমিরুল ইসলাম (২৪)।
প্রতারকদের কাছ থেকে ২০০ রেজিস্ট্রেশন ফরম, ১০০ নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদানপত্র, ৫০টি টাকা জমাদানের রশিদ, ১০টি পরিচয়পত্র এবং ১০টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) ও সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অনেক দিন ধরে উচ্চ বেতনে ভুয়া চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারক চক্রটি ঢাকার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে-বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খোলে। পরে দেশের বিভিন্ন স্থান থেকে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক-যুবতীদের আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।
প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।
জেইউ/এইচকে