ঢাকায় ১০৮৭ গাড়িকে ২৫ লাখ টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিন সরকারি বিধিনিষেধ না মানায় রাজধানীতে ৪৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের দণ্ডবিধি ২৬৯ ধারায় সংক্রমণ ছড়ানোর অভিযোগে আদালতে পাঠানো হয়। এছাড়াও অযৌক্তিক কারণে সড়কে গাড়ি বের করায় ১০৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা জরিমানা করা হয়।
এদিকে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রয়োজনীয় কাজে বাসা থেকে বের হওয়ায় ৩০৫ জনকে ২ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করেন।
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, মঙ্গলবার (৬ জুলাই) সরকারি কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন অভিযানকালে এসব ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ। এদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪৬৭ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিধিনিষেধের পঞ্চম দিনে ৪১৩ জন, চতুর্থ দিনে ৬১৮, তৃতীয় দিনে ৬২১, দ্বিতীয় দিনে ৩২০ এবং প্রথম দিন ৫৫০ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সরকার ঘোষিত এই বিধিনিষেধ চলবে ১৪ জুলাই পর্যন্ত।
এআর/এসকেডি