ডিএনসিসির অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা ও স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৫ জুলাই) ডিএনসিসির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৫ মামলায় ২০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি মামলায় ৪০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ১৫টি মামলায় ১৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১১টি মামলায় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ছয় মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৫টি মামলায় ২০ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ডিএনসিসি টিম এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
এএসএস/ওএফ