এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে পাঁচটি মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

সোমবার (৫ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরের ১৬ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
 
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ডের গ্রিন রোড ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি ভবন পরিদর্শন করে দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। অভিযানকালে কোনো বাড়িতেই লার্ভা পাওয়া যায়নি। তবে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। 

এ সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দুই মামলায় দুটি নির্মাণাধীন ভবনের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এএসএস/আরএইচ