৯ ঘণ্টা পর বন্ধ হলো মগবাজারের বিস্ফোরণস্থলের গ্যাস লিকেজ
রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডে বিস্ফোরণের কেন্দ্রস্থল ৭৯ নম্বর ভবনটি থেকে প্রায় ৯ ঘণ্টা পর গ্যাস লিকেজ বন্ধ হয়েছে।
রোববার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ লিকেজ বন্ধ হয়। লিকেজ বন্ধ করতে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস একসঙ্গে কাজ করে।
বিজ্ঞাপন
লিকেজ বন্ধ হওয়ার বিষয়ে তিতাসের ঢাকা দক্ষিণ শাখার সহকারী ম্যানেজার দিদারুল আলম বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পাওয়ার পর আমাদের টিম কাজ শুরু করে। ভবনের সামনে থেকে গ্যাস বের হচ্ছিল। সন্ধান পেয়ে মাটি খুঁড়ে সন্ধ্যায় গ্যাসের পাইপ সিলগালা করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৯টায় ভবনটির আশপাশে কর্মরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানান ভবনটি থেকে গ্যাস লিকেজ হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুরের পরে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এমএসি/এসকেডি