কাউন্সিলর জিন্নাত আলী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৪ জুলাই) রাত সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শনিবার  তিনি কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস ইত্যাদি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

জিন্নাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস। 

রোববার (৪ জুলাই) এক শোকবার্তায় তাপস বলেন, জিন্নাত আলী অত্যন্ত ভদ্র ও অমায়িক মানুষ ছিলেন। তার প্রয়াত পিতা রজব আলী অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির গুরু দায়িত্ব পালন করেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে জিন্নাত আলীও নিজেকে জনসেবায় নিয়োজিত করেছিলেন। রাজনৈতিক পারিবারের সদস্য হিসেবে এলাকার জনগণের বিপদে-আপদে, সুখে-দুখে সবসময় পাশে থাকার আন্তরিক প্রয়াস তার ছিল।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় আরও বলেন, জিন্নাত আলী রাজনৈতিকভাবেও যেমন তৎপর ছিলেন তেমনি দক্ষিণ সিটি করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার ঠিকানায় পরিণত করতেও সচেষ্ট ছিলেন। তার মৃত্যুতে করপোরেশনের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমি নির্ভরযোগ্য এক সহযোদ্ধাকে হারালাম। 

মৃত্যুকালে জিন্নাত আলী স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

জিন্নাত আলী অত্যন্ত বিনয়ী ও জনপ্রিয় কাউন্সিলর ছিলেন

আজ (রোববার) বাদ জোহর বিজিবি ৫ নম্বর ফটকে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। 

জানাজার আগে মেয়র তাপস বলেন, ২০০৮ সাল থেকে জিন্নাত আলীর সঙ্গে আমার সুসম্পর্ক। এই দীর্ঘ সময়ে কারো সঙ্গে কখনোই জোরে কথা বলতে, রাগারাগি করতে আমি তাকে দেখিনি। সকলের সাথে মৃদুস্বরে ভদ্র ভাষায় কথা বলতেন। তার মৃত্যুতে আজ আমরা শোকাহত। হাজারীবাগ তার এক কৃতি সন্তানকে হারাল, অভিভাবককে হারাল, দল নেতাকর্মী নিবেদিত প্রাণ এক নেতাকে হারাল।

এ সময় আবেগাপ্লুত ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, হাজারীবাগ এলে মনটা ভরে যায় কিন্তু এভাবে প্রিয় মানুষের জানাজায় আসাটা খুব কষ্টকর।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা সবসময় এই আওয়ামী লীগ পরিবারের পাশে থাকব এবং পরিবারটি যেন কখনোই অভিভাবকহীন মনে না করে সেজন্য আমরা সদা সজাগ থাকব। 

জানাজা শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে তার প্রতিক্রিয়া জানান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী জানাজায় অংশ নেন।

পূর্ণ দিবস সাধারণ ছুটি ঘোষণা

জিন্নাত আলীর মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ের জন্য আজ পূর্ণ দিবস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দাফতরিক বিজ্ঞপ্তিতে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএসএস/এইচকে