দুপুর পর্যন্ত রাজধানীতে ১৮৪ জন গ্রেফতার
দেশে শুরু হওয়া সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউনের (বিধিনিষেধ) তৃতীয় দিন চলছে। রাজধানীতে লকডাউনের বিধিনিষেধ পালন না করে বাইরে বের হওয়ায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, তৃতীয় দিনের লকডাউননে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) অকারণে সড়কে বের হওয়ায় ৩২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে প্রথম দিন ৫৫০ জনকে আটক করা হয়।
এমএসি/ওএফ