বিধিনিষেধ অমান্য করায় পুরান ঢাকায় আটক ৫৮
কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৫৮ জনকে আটক করা হয়েছে। বিধিনিষেধের প্রথম দিনে বিকেল তিনটা পর্যন্ত ৬২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান পুরান ঢাকার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।
বিজ্ঞাপন
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, মোট আট জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পাঁচটি গাড়িতে মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বংশাল রোডে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সে দুজনকে আটক করা হয়েছে। তাদের চালান দেওয়া হয়েছে।
কোতোয়ালি জোনের এডিসি মুহিত কামাল সেরনিয়াবাত বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। দুপুর পর্যন্ত চারজন আটক হয়েছেন। লকডাউন (বিধিনিষেধ) বাস্তবায়নে আমরা ভোর ছয়টা থেকে মাঠে আছি।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিঞা বলেন, আমাদের এলাকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আটক হয়নি, তবে জরিমানা হয়েছে। পুরান ঢাকার মানুষ সচেতন আছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইউম জানান, ১০ জন গ্রেফতার হয়েছে। মোবাইল কোর্ট চারটা পরিচালনা করা হয়েছে এবং এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, ওয়ারী থানায় দুপুর পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়। লালবাগ থানা এলাকায় ২০ জনকে আটক করে আদালতে পাঠানো হয়।
সরেজমিনে দেখা গেছে, পুরান ঢাকা সড়কে কোনো ধরনের গণপরিবহন দেখা যায়নি। তবে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও রিকশা চলাচল করেছে। এছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে সড়কে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টহল দিচ্ছে।
এমটি/আরএইচ