করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

সরকারি বিধিনিষেধ কার্যকরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে মোতায়েন থাকবে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক ঢাকা পোস্টকে বলেন, উপকূলীয় অঞ্চলেও করোনা উদ্বেগজনকহারে বাড়ছে। যদিও নদী ও সমুদ্রে মাছ ধরা কার্যক্রম বন্ধ থাকায় যানচলাচল সীমিত রয়েছে। উপকূলীয় অঞ্চলে সরকারি নির্দেশনা পরিপালনে কোস্ট গার্ড বাহিনী বিজিবি’র সঙ্গে যৌথভাবে কাজ করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন শর্তাবলী সংযুক্ত করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ২১টি বিধিনিষেধ আরোপ করা হলো।

জেইউ/জেডএস