ওজনে চুরি, কিউ জি সামদানী পেট্রোল পাম্পকে জরিমানা
জ্বালানি তেল ওজনে কারচুপির দায়ে কিউ জি সামদানী নামে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, মঙ্গলবার রাজধানীর সূত্রাপুর এলাকায় মেসার্স কিউ জি সামদানী অ্যান্ড কোং এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিমাপে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) রুবিনা আখতার অভিযানে অংশ নেন।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে রাজধানীর শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই কেক বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় মালিবাগ গুলবাগের আল মামুন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএমপি পুলিশের সহযোগিতায় অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার মাকসুদা রুনা ও ফিল্ড অফিসার (সিএম)।
এসআই/এসকেডি