আইসিডিডিআর,বিতে যুক্ত হলো নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে আরও একটি নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে স্থাপিত এই কেন্দ্রে বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া যাবে। তবে করোনা পরীক্ষার জন্য নমুনা এখানে সংগ্রহ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ধানমন্ডির সাত মসজিদ রোডে নতুন এই নমুনা সংগ্রহ কেন্দ্রটির উদ্বোধন করেন আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ড. তাহমিদ আহমেদ রোগীর সময় মতো সঠিক রোগ নির্ণয়, যার ওপর রোগী এবং চিকিৎসক উভয়ই নির্ভর করতে পারেন, সেই অধিকার এবং এক্ষেত্রে আইসিডিডিআর,বি কীভাবে দেশে বিদ্যমান সমস্যা মোকাবিলায় সচেষ্ট সে বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, ‘ধানমন্ডিতে এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু করা, নির্ভুলভাবে রোগ শনাক্ত করা, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিৎসকদের জীবন রক্ষাকারী ভূমিকায় সহায়তা করার জন্য আইসিডিডিআর,বি’র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বুধবার (৩০ জুন) থেকে নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু হবে। সারা বছরব্যাপী প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। এতে ছয়টি বিশ্বমানের স্বয়ংক্রিয় ল্যাবের মাধ্যমে ৬০০টির বেশি রুটিন স্ক্রিনিং টেস্ট থেকে শুরু করে জটিল মলিকিউলার ও জেনেটিক পরীক্ষা করা যাবে। তবে করোনার জন্য পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে। ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে না।
আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতিবছর আইসিডিডিআর,বি’র ঢাকা ও মতলব হাসপাতালে আসা দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করে।
টিআই/এসএসএইচ