চট্টগ্রামে ৩৬৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ সময়ে ৩৬৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৪.৪৩ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২২৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৪২ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার চার জন, বাঁশখালীর তিন জন, আনোয়ারার এক জন, পটিয়ার পাঁচ জন, বোয়ালখালীর সাত জন, রাঙ্গুনিয়ার ছয় জন, রাউজানের ১৯ জন, ফটিকছড়ির ২৮ জন, হাটহাজারীর ১৫ জন, সীতাকুণ্ডের ৩৩ জন ও মিরসরাইয়ের ২১ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৬৫ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৫ হাজার ৫৮৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৭৮২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন জনের মধ্যে এক জন নগরের বাসিন্দা, আর দুই জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭০ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২২১ জন।
সোমবার (২৮ জুন) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। এদিন আক্রান্ত হয়েছিলেন ৩২৭ জন। শনাক্তের হার প্রায় ২৮.৪১ শতাংশ। মঙ্গলবার মৃত্যুর সংখ্যা একই থাকলেও বেড়েছে শনাক্ত।
কেএম/জেডএস