পুরান ঢাকার ধূপখোলা খেলার মাঠে মার্কেট চাই না, আমরা পরিবেশবান্ধব স্টেডিয়াম চাই। এই মাঠ সংরক্ষণ করে পরিবেশ অধিদফতর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে যৌথভাবে সর্বস্তরের জনগণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী স্টেডিয়াম তৈরি করতে হবে। বাণিজ্যিক মার্কেট নির্মাণ করলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। মাঠ থাকলে সব শ্রেণির মানুষ খেলাধুলা করতে আসবে নির্মল বিনোদনের জন্য।

রোববার (২৭ জুন) রাজধানীর ধূপখোলা খেলার মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা এসব কথা বলেন। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গেন্ডারিয়ার সর্বস্তরের এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ঐতিহাসিক ধূপখোলা মাঠ গেন্ডারিয়াবাসীর জন্য একটি গর্বের সম্পদ। আমরা ২০১৭ সাল থেকে শুনছি এই মাঠে মার্কেট তৈরি করা হবে। ধূপখোলা মাঠকে মূলত ধ্বংস করার প্রকল্প পাস হয়েছে। বিশ্বের কোথাও কোনো ইতিহাস নেই, যেখানে মাঠ দখল করে মার্কেট করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো- ঐতিহাসিক ধূপখোলা মাঠে ইমারতের মার্কেট তৈরির সিদ্ধান্ত বাতিল করতে হবে; স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী সর্বসাধারণের জন্য স্টেডিয়াম তৈরি করতে হবে; মাঠ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে; মাঠ এবং চারিদিকে সবুজায়ন করতে হবে; ধূপখোলা মাঠের চারিদিকে জননিরাপত্তা বিধানকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে।

এমটি/এসএসএইচ