চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের মুরাদপুর ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) চট্টগ্রাম নগরীর মুরাদপুর, সীতাকুণ্ড থানার কুমিরা ও গোল আহমেদ জুট মিল এলাকায় এই সড়ক দুর্ঘটনা তিনটি ঘটে।
চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর এলাকায় মোটরসাইকেল আরোহী সালামকে কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আবদুস সালামকে (৫১) চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুস সালাম হাটহাজারী উপজেলার খন্দাকিয়া গ্রামের জানে আলমের ছেলে।
বিজ্ঞাপন
অপরদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডের গোল আহমেদ জুট মিল এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নির্মল দাশ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম।
নিহত নির্মল দাশ সীতাকুণ্ড উপজেলার মজিদ্দা গ্রামের মৃত শশী কুমার দাশের ছেলে।
ওসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন ধরে হেঁটে যাচ্ছিলেন নির্মল দাশ। পরে গোল আহমদ জুট মিল এলাকায় পৌঁছলে একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত নির্মলকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, আহত অবস্থায় নির্মল দাশকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া রোববার জুন দুপুরে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় সাঈদ মোরশেদ রনি (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাঈদ মোরশেদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
কেএম/ওএফ