ফাইল ছবি

করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ তিন দিন সরকারি-বেসরকারি অফিসে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকতে পারবেন। অফিসের নিজস্ব ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করা হবে।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো। 

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির এ সুপারিশ আমলে নিয়ে সোমবার থেকে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিলো সরকার। 

এসএইচআর/এইচকে