কোভ্যাক্স থেকে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা : স্বাস্থ্যমন্ত্রী
গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২৫ জুন) টিকা প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে পাঠানো চিঠির কথা উল্লেখ করে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ বিষয়ে আমার কাছে আজ চিঠি এসে পৌঁছেছে। তারা জানিয়েছে, মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে বাংলাদেশকে দেওয়া হবে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আগে তারা আমাদের কাছে এই টিকা নেব কি না জানতে চেয়েছিল। পরে আমাদের পক্ষ থেকে আগ্রহের ব্যাপারে জানিয়েছিলাম।
আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রায় একই সময়ে চীন থেকেও ভ্যাকসিন আসতে পারে। তবে কী পরিমাণ আসছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
টিআই/এসএসএইচ/জেএস