ফাইল ছবি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

পুলিশ সদরদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ।

মে মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ২৩১ জন। আর জুন মাসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। 

বৃহস্পতিবার (২৪ জুন) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিট মিলিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৯৫ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ১৮ হাজার ৮৬২ জন ও র‍্যাবের ২ হাজার ৮৩৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৭৬ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন পুলিশ সদস্য ও ৬ জন র‍্যাব সদস্য। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন পুলিশ ও ৭২ জন র‍্যাব সদস্য। এছাড়া আইসোলেশনে আছেন ২০৪ জন্য পুলিশ ও ২০ জন্য র‍্যাব সদস্য। আর কোয়ারেন্টাইনে আছেন ১৯৬ জন পুলিশ ও ২৮ জন র‍্যাব সদস্য।

এমএসি/এনএফ