বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়েই ফর্টিফাইড সয়াবিন তেলে ‘মানচিহ্ন’ ব্যবহার করছে ডলফিন এম এস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জুন) রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। অভিযানে সংস্থাটির প্রসিকিউটিং অফিসার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বিএসটিআইয়ের উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় আমুলিয়া মডেল টাউনের ডলফিন এম এস কোম্পানিতে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার করে ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি, বিতরণ ও বাজারজাত করছে। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন।

এদিকে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে রাজধানীর খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স শরিয়তপুর রাইস শপ নামে একটি প্রতিষ্ঠানে ১০০ কেজি ধারণক্ষমতার (মেগা ব্রান্ডের) ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না করে ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।

এসআই/এসকেডি