বুধবার সমাবেশ করবে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন
বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলতে দেওয়ার দাবিতে সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। আগামী বুধবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও মিছিল করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহাদৎ খাঁ।
সোমবার (২১ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যখন ব্যাটারিচালিত রিকশা বিক্রি হলো, যন্ত্রাংশ আমদানি করা হলো তখন সরকার কোনো ব্যবস্থা না নিয়ে এখন দরিদ্র মানুষের আয় বন্ধের ঘোষণা দিয়েছে। অবিলম্বে বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলতে দিতে হবে। লাখ লাখ রিকশাচালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা সম্পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। এই রিকশা শ্রমিকদের অমানবিক শ্রম লাঘব করেছে। তাছাড়া গণপরিবহন হিসেবে এখনও শহর কিংবা গ্রামে রিকশা অপরিহার্য। এ অবস্থায় কোনো যুক্তিতেই সরকার গরিব রিকশাচালকদের সর্বস্বান্ত করে পথে বসিয়ে দিতে পারে না।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে এবং বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারি চালিত রিকশা রাস্তায় চলতে দেওয়ার দাবিতে আগামী বুধবার (২৩ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও মিছিল আহ্বান করেছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। সেখানে সব ব্যাটারিচালিত রিকশা চালকরা যোগ দেবেন।
এমএইচএন/এসকেডি