৫৭ লাখ টাকার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৩
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা। এ সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।
শনিবার (১৯ জুন) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- কক্সবাজার সদর উপজেলার কবির আহমদের ছেলে মাহাবুবুর রহমান (৩৪) জামতলী রোহিঙ্গা ক্যাম্পের খবিরের ছেলে মো. নুর (২৯), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে মো. মাহামুদুল্লাহ (৩৪)।
বিজ্ঞাপন
র্যাব বলছে, স্থানীয় বাংলাদেশের নাগরিক মাহবুবুর রহমানের সাথে মিলে দুই রোহিঙ্গা ইয়াবা করাবারি করে আসছিলেন। এজন্য তারা নিজেদের বাঙালি পরিচয় দিতে ছয়টি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। মাহবুবুর বর্তমানে চট্টগ্রামের শুলকবহর এলাকায় বসবাস করেন।
র্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদে র্যাব জানতে পারে, পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুন) অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ ও দেহ তল্লাশি করে ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৬টি জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন মো. নুর ও মো. মাহামুদুল্লাহ রোহিঙ্গা। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র বহন করে পরস্পরের যোগসাজশে ইয়াবা পাচার করে আসছিলেন। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। আসামি ও উদ্ধারকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।
কেএম/এইচকে