রাজধানীর কদমতলীতে ঘুমের ওষুধ খাইয়ে তিন জনকে খুন করার ঘটনায় মেহজাবিন মুন নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন পরিকল্পনা করে মুন মা-বাবা ও ছোট বোনকে হত্যা করেন। হত্যা শেষে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন তিনি নিজেই।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদমতলীর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকা থেকে তিন জনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। আটক মেহজাবিন থাকেন আলাদা বাসায়। মায়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।

শনিবার (১৯ জুন) বিকেলে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।

ওসি জামাল উদ্দিন বলেন, কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তাদের হত্যা করা হয়েছে। হত্যার পর মেহজাবিন ৯৯৯-এ ফোন দিয়ে জানান, তিনি তার মা, বাবা ও ছোট বোনকে হত্যা করেছেন। আপনারা (পুলিশ) আসেন। এসে আমাকে ধরে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা যায়, গত দুদিন আগে স্বামী সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসে মেহজাবিন। এসেই তার ছোট বোন জান্নাতুলের সঙ্গে তার স্বামীর পরকীয়া রয়েছে বলে বাবা-মাকে অভিযোগ করেন। এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তার জেরেই হয়তো তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এমএসি/এইচকে