ভোক্তাদের জন্য কৃষকের খেতে উৎপাদিত টাটকা সবজি সহজলভ্য করা, সেই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে একটি ‘কৃষকের বাজার’ উদ্বোধন করা হয়েছে।

প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীর নিকটবর্তী সাভারের বিরুলিয়া থেকে কৃষকেরা তাদের উৎপাদিত নিরাপদ সবজি-ফল এ বাজারে বিক্রি করবেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের যাচাই করা নিরাপদ সবজি চাষিরাই এ বাজারে তাদের পণ্য বিক্রি করবেন। এ উদ্যোগের ফলে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এ বাজার উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৮ জুন) মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের ট ব্লকে কৃষকের বাজার উদ্বোধনের দিন সাভারের বিরুলিয়া থেকে আট জন কৃষক তাদের উৎপাদিত নিরাপদ বিভিন্ন সবজি- ধুন্দল, চিচিঙ্গা, শসা, লাউশাক, পুঁই শাক, কলমি শাকসহ অন্যান্য সবজি বিক্রি করেন।

কৃষকের বাজার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। এক সময়ের মঙ্গাপীড়িত বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিষমুক্ত নিরাপদ সবজির দাম একটু বেশি। কিন্তু কেমিক্যাল দেওয়া সবজি খেলে কিন্তু চিকিৎসার জন্য অধিক টাকা ব্যয় করতে হবে। তাই নিরাপদ সবজি ক্রয়ের দিকেই আমাদের মনোযোগ দিতে হবে। আমরা যারা এলাকাবাসী, তারা এখান থেকেই নিজেদের প্রয়োজনীয় শাক-সবজি কিনব। কৃষকদের প্রতিও অনুরোধ জানাচ্ছি, তারা যেন যথাসম্ভব সাশ্রয়ী মূল্যে সবজি বিক্রি করেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে নিরাপদ সবজি চাষিদের আমরা নিয়মিত প্রশিক্ষণ দেওয়া, জৈব সার ও জৈব বালাইনাশক সরবরাহ করাসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকি। নিরাপদ সবজি চাষে কৃষকদের কষ্ট এবং ব্যয় উভয়ই কিছুটা বেশি হয় বলে দাম একটু বেশি। কিন্তু এ সবজিগুলো নিরাপদ ও স্বাস্থ্যের জন্য ভালো।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ন্যাশনাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন বলেন, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে বিশ্বব্যাপী কাজ করছে। ডিএনসিসির ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর অফিস ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পক্ষ থেকে আমরা পরীক্ষামূলকভাবে কৃষকের বাজারটি স্থাপন করেছি। এ কার্যক্রম সফল হলে আমরা উত্তর সিটি করপোরেশনের অন্যান্য এলাকায় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও এটি বাস্তবায়ন করব।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, করোনার সংক্রমণের পর স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা আমরা আরও বেশি করে অনুভব করেছি। কৃষকের বাজার আমাদের নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যপ্রাপ্তির একটি মাধ্যম। ঢাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে কৃষকের বাজার স্থাপন করা হলে এলাকাবাসী নিঃসন্দেহে উপকৃত হবেন।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সাসটেইনেবল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের ট-ব্লকের বায়তুল জামে মসজিদের সভাপতি ডা. আবুল হোসেন, মিরপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আবদুর রহিম সর্দার প্রমুখ।

এএসএস/এসএসএইচ